
সাভার প্রতিনিধি :- সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে উদ্বোধন হওয়া কোনো প্রকল্প বন্ধ হয়নি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে সাভারে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিয়ে এ কথা জানান তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সারা দেশে মহিষ প্রজনন বৃদ্ধির নানা উদ্যোগ নিয়েছে সরকার। দেশের মানুষ যাতে কোনোকিছু থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার দেশের মানুষের কথা চিন্তা করে আমিষের চাহিদা পূরণ করেছে। পরে তিনি কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারে কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি উদ্বোধন করেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



Discussion about this post