
আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোরের সিংড়ায় ৩ লাখ টাকা মূল্যের দুটি স্রোতিজাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের সিধাখালী বিলে অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের দুটি স্রোতিজাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, ‘স্রোতিজাল দেশীয় মাছের জন্য মারাত্মক হুমকির কারণ। এগুলোর ব্যবহার প্রজনন প্রক্রিয়া ব্যাহত করে। অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।



Discussion about this post