
স্টাফ রিপোর্টার, খায়রুল ইসলাম অভি সাভার:- সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাভার উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দিদারুল ইসলাম দিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের অ্যাডভোকেট ও সুপ্রিম কোর্টের আইনজীবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং বিএনপি নেতা ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর সাবেক উপ-পরিচালক আব্দুল কাদের তালুকদার, সাভার সিটিজেন ক্লাবের সভাপতি ডা. মো. কামরুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক ও জাগরণী থিয়েটারের সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন উদ্যোক্তা নিশাত মোবাশ্বেরা খানসহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন উদ্যোক্তা তৈরি হলে শুধু নিজেই নয়, সমাজ ও দেশের জন্যও কর্মসংস্থান সৃষ্টি হয়। যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এটি ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “আমাদের দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হলো দক্ষ যুবসমাজ। উদ্যোক্তাদের স্বপ্ন ও সাহসকে সম্মান জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে সবারই এগিয়ে আসা উচিত।”



Discussion about this post