
সাভার প্রতিনিধি:- সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. জয়নাল আবেদীন (২২) নামে পেশাদার ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মো. জালাল উদ্দিন। বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাইপাইল নামাবাজার চাঁননগর মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ঢাকার আশুলিয়ার বাইপাইল নামাপাড়া এলাকার মো. সেলিম মিয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- তিনি ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. জালাল উদ্দিন বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবেই অপরাধীদের ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে। পেশাদার ছিনতাকারী জয়নাল আবেদীনকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



Discussion about this post