
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এই কর্মসূচির আলোকে আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা সবাই মিলে গড়ে তুলবো। আমাদের নেতা তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, দুঃশাসন থেকে মানুষ মুক্তি পেয়েছে। আমাদের কাজ হচ্ছে মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন করা, যাতে স্বাধীনভাবে মানুষ তাদের ভোট প্রয়োগ করবে। জনগণের ভোটে এই দেশে আবার সরকার গঠন হবে।
বুধবার (৮ অক্টোবর) বিকালে উপজেলার বোয়ালী নরেন্দ্র নারায়ণ হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত ২০ বছর নিজের ইচ্ছেমতো মানুষ ভোট দিতে পারে নাই। তারেক রহমানের নেতৃত্বে মানুষ আবার তাদের ভোটের অধিকার ফিরে পাবে এবং এই দেশের জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবে।
বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আজম খানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান এবং অরুণ প্রসাদ মজুমদারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ প্রমুখ।



Discussion about this post