
আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোরের সিংড়ায় বিজ্ঞান মেলা ও ২য় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিয়াম স্কুলের সভাপতি মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা ফেরদৌস, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উজ্জ্বল হোসাইন। মেলায় ১৫টি স্টলে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী স্থান পায়।



Discussion about this post