প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৩:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১২:১৭ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে রিপোটার্স ইউনিটির নতুন কমিটি গঠিত

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠিত হয়েছে।
রবিবার ২২সেপ্টেম্বর সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটির হল রুমে ১৮ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে জাতীয় নিক কালবেলা এবং রাজধানী টিভি চ্যানেল এর প্রতিনিধি ইউসুফ আলী সৈকত, সাধারণ সম্পাদক হিসেবে আঞ্চলিক দৈনিক কলমের কণ্ঠ ও জাতীয় দৈনিক প্রধান সংবাদ পত্রিকার প্রতিনিধি ফয়সাল হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি আবুল হাশেমকে মনোনীত করা হয়।
সকল সদস্যের উপস্থিতিতে এবং মতামতের ভিত্তিতে গঠিত ১৮ সদস্যের কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আ ফ ম হাসান, ইব্রাহিম মুন্সি, যুগ্ম সম্পাদক রাজিব তাজ, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম তানভীর, প্রচার সম্পাদক রাসেল সরদার,
সদস্য মোঃ তাজেম আলী লিটন, ইউনুস খান আজাদ, হুমায়ুন কবির, আনোয়ার গাজী, রাকিব খান, এস এম শাহে আলম, রাসেল কবির, এম রহমান শামিম, এম মহি উদ্দিন। রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৯টায় জরুরি সভার মাধ্যমে গঠিত হয় মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি। ১ বছর মেয়াদি এই কমিটি।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার বলেন, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বিগত দিনে যেভাবে কাজ করে আসছে, তদুপরি কর্মদক্ষতা, কর্মতৎপরতা ও সাধারণ জনগণের ভালোবাসা নিয়ে আরো তড়িৎ গতিতে কাজ করবে ইনশাআল্লাহ, এবং পেশাগত কাজ করার ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ফয়সাল হাওলাদার।
কমিটি ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন কমিটির সভাপতি ইউসুফ আলী সৈকত তাকে চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত করায় সকল সদস্যকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মেহেন্দিগঞ্জে সাংবাদিকতা হবে বস্তুনিষ্ঠ ও স্বাধীন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]