প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ৪:১৫ অপরাহ্ণ
টাঙ্গাইল মির্জাপুরে চারজনকে জেল ও জরিমানা করেছে মির্জাপুর ভ্রাম্যমান আদালত

মো. সাগর খান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :- টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনকে জেল-জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরের দিকে পৌর সদরের পুষ্টকামুরী পূর্ব সওদাগর পাড়া এবং গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ। তথ্য মতে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন এবং মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, পৌর সদরের ০৪ নং ওয়ার্ডের পুষ্টকামুরী পূর্ব সওদাগর পাড়া এলাকার মো. বিকু মিয়া (৭০) ও তার স্ত্রী নুরুন্নাহার (৫০) একই ওয়ার্ডের বাওয়ার কুমারজানী গ্রামের পিতা: মৃত সামাদ মিয়ার ছেলে আশিকুজ্জামান (২০) এবং গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের ষষ্টী রাজবংশীর ছেলে সুদেব রাজবংশী (২০)। এব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ সাংবাদিকদের বলেন, টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল সদস্যদের সাথে নিয়ে মাদক কারবারি ও সেবনকারীদের হাতেনাতে তাদেরকে আটক করি। পরে প্রত্যেককে চার মাসের জেল ও ৫০ টাকা অর্থদণ্ড করা হয়। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]