
হানিফ পাঠান :- বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধান বিষয় নিয়ে উঠান বৈঠক করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। বৃহস্পতিবার বিকেলে কাওলা সিভিল এভিয়েশন মোল্লাবাড়ি এলাকায় বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠক ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এ সময় বক্তেব্যে তিনি বলেছেন, আমরা দেশনায়ক তারেক রহমানের সালাম নিয়ে জনগণের কাছে এসেছি। আগামী নির্বাচনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে মহানগরের আটটি আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করে খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে চাই। এজন্য এখন থেকেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি উপস্থিত সাধারণ জনগণের সঙ্গে সরাসরি আলোচনা করেন এবং এলাকার গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাট, পানির সংকট ও জনভোগান্তি সংক্রান্ত সমস্যাগুলো শোনেন। জনগণের সমস্যা সমাধানে বিএনপি’র করণীয় দিকগুলো তিনি তুলে ধরেন। মোস্তফা জামান বলেন, দেশের মানুষ আজ ভোটাধিকার থেকে বঞ্চিত। গত ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি। তারেক রহমানের নির্দেশে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে নেমেছি। জনগণের ভোটে, জনগণের প্রচেষ্টায় বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন,জনগণের সঙ্গে সংযোগ ও সমস্যার সমাধানই বিএনপি’র রাজনীতির মূল লক্ষ্য। আমরা শুধু আন্দোলনের রাজনীতি করি না, আমরা জনগণের কল্যাণে কাজ করি। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশগুলো জনগণের সামনে তুলে ধরেন এবং জনগণের উদ্দেশ্যে তার বার্তা পৌঁছে দেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানবন্দর থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, সঞ্চালনা করেন বিমানবন্দর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমেদ খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুর রউফ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা,সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার ,আলী আহমেদ, আবু তাহের খান আবুল,বিপ্লব হোসেন, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, উত্তরা পূর্ব থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মনির হোসেন ভূঁইয়া,৫২ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী,সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী। অনুষ্ঠানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা এলাকায় দীর্ঘদিনের অবহেলিত সমস্যা নিয়ে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন এবং সম্ভাব্য সমাধানের পথ খোঁজেন। উপস্থিত জনতা মোস্তফা জামানের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে বিএনপি’র কর্মসূচিতে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকের শেষে মোস্তফা জামান জনগণের পাশে থেকে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন,বিএনপি জনগণের দল, জনগণের সমস্যা সমাধানই আমাদের রাজনীতি। দেশের প্রতিটি নাগরিকের ঘরে শান্তি ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায়,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়, এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত এবং তবারক বিতরণ করা হয়।



Discussion about this post