
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের গুরুদাসপুরে পাখি শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার হওয়া পাঁচটি পানকৌরি পাখিকে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার তুলাধোনা মাঠ এলাকা থেকে এসব পাখি উদ্ধার করেন গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্যরা। পরে স্থানীয়দের উপস্থিতিতে পাখিগুলোকে প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হয়। গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, “শীতের আগমনে আমাদের এলাকায় বাগান ও জলাশয়ে অতিথি পাখির আগমন শুরু হয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি নিজেদের লাভের আশায় এসব পাখি শিকার করে বাজারে বিক্রি করছে। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে অভিযান চালাই। স্থানীয় সচেতন মানুষের উপস্থিতিতে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিকারিরা ভুল স্বীকার করে ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবে না বলে প্রতিশ্রুতি দেয়। উদ্ধার হওয়া পাঁচটি পানকৌরি পরে মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হয়। নাজমুল হাসান আরও বলেন, “প্রকৃতি আমাদের জীবনের অংশ। অতিথি পাখিরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই তাদের হত্যা নয়, ভালোবাসা শিখতে হবে। আসুন, আমরা সবাই মিলে শপথ নিই পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও শিকার নয়, সুরক্ষাই আমাদের অঙ্গীকার।’



Discussion about this post