
বিশেষ প্রতিবেদক:- গাজীপুর মহানগরের পুূবাইল থানার সোরল গ্রামের সরাফত সরকার নামে এক ব্যবসায়িকে মারধোর করে ২ লাখ ২০ হাজার টাকা লুট করে নেয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। সরাফতের এগ্রোফার্ম সম্প্রসারণে মাটি ভরাটের কাজে চাঁদা চেয়ে না পেলে বিবাধীরা গত ১ অক্টোবর রাত ৯টায় এ ঘটনা ঘটায়। এ ঘটনাটি ঘটে মহানগরের সরোল মন্দিরের সামনের রাস্তায়। এ বিষয়ে গত ১ অক্টোবর গাজীপুর বিজ্ঞ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন মোল্লা ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার ও রানা চন্দ্র নামের জনৈক ব্যক্তির নামে একটি সিআর মামলা (নং- ২৬৬/২৫) দায়ের করা হয়। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।মামলা ও এলাকা সূত্রে জানা যায়, সোরল গ্রামের মোঃ দলিল উদ্দিন (দুলাল)’র দুইপুত্র মোঃ সাখাওয়াত ও সরাফত সরকার দীর্ঘদিন যাবত এগ্রোফার্মে ব্যবসা সুনামের সাথে করে আসছেন। সম্প্রতি এ ব্যবসার সম্প্রসারণের জন্য মাটি ভরাট কাজ শুরু করেন। এলাকার কিছু চাঁদাবাজ মাটি ভরাট কাজে ১০ লাখ টাকা চাঁদাদাবী করেন। এ চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করেন মামলার বাদীপক্ষ। এ চাঁদাবাজরা একটি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে এলাকার বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত রয়েছেন। এলাকার সাধারণ নিরীহ লোকজন এদের ভয়ে তট¯’ থাকেন। গত ১ অক্টোবর রাত ৯টায় পূর্ব পরিকল্পিত ভাবে উৎপেতে থাকা চাঁদাবাজরা সরাফতের বাড়ী ফিরার পথে তার গতি রোধ করেন এবং এগ্রোফার্ম উন্নয়নের মাটি ভরাট কাজে দাবী দাওয়ার চাঁদার টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে এলাকার মোঃ রাকিব হোসেন মোল্লা, মোঃ জাকির সরকার, রানা চন্দ্রসহ আরো অজ্ঞাত ১০/১২জন সরাফতের উপর হামলা করে গুরুতর আহত করে। এ সময় তার সাথে থাকা মাটি ভরাট কাজের ২ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।



Discussion about this post