
স্টাফ রিপোর্টার :: টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক মিঞা। স্বাগত বক্তব্য রাখেন-সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উত্তরা পরশমণি ল্যাবরেটরি স্কুলের সিনিয়র শিক্ষক আতিকুর রহমান আতিক, সিনিয়র শিক্ষক রোকসানা আক্তার, আবু তাহের, সাজ্জাদ নাদিম সাজু, পপি আক্তার প্রমুখ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।



Discussion about this post