
আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে দমদমা স্কুল গেটে এ সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সিংড়া পৌর জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী। এসময় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলী আকবর, সেক্রেটারী মাস্টার মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মো. আব্দুল মন্নাফ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর মো. কুতুবুল আলম প্রমুখ।



Discussion about this post