
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদসহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) ঠাকুরপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনায় বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঠাকুরপাড়া এলাকায় অনিল চন্দ্র ও শ্রীধাম চন্দ্র বর্মনের বাড়িতে চোলাই মদ তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩১টি ড্রামে রাখা প্রায় ৮ হাজার লিটার চোলাই মদ এবং মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঠাকুরপাড়া এলাকায় অনিল চন্দ্র ও শ্রীধাম চন্দ্র বর্মনের বাড়িতে চোলাই মদ তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩১টি ড্রামে রাখা প্রায় ৮ হাজার লিটার চোলাই মদ এবং মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
যৌথবাহিনীর গাড়ি বাড়ির সামনে পৌঁছালে সিসি ক্যামেরায় তা দেখে বাড়ির লোকজন পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উদ্ধার করা মদ ও সরঞ্জাম জনসমক্ষে ধ্বংস করা হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আব্দুল মজিদ বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে। এই অভিযানের অংশ হিসেবে ৮ হাজার লিটার চোলাই মদ উদ্ধার ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। মাদক নিয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।



Discussion about this post