
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক সুরিচালা এলাকায় অবস্থিত জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন ও এক বছরের ওভারটাইমের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। সোমবার সকালে এই বিক্ষোভ শুরু হয়।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন পরিশোধ না হওয়ায় তারা চরম ভোগান্তিতে রয়েছেন। মে, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতনসহ গত এক বছরের ওভারটাইম পরিশোধের দাবিতে সকাল নয়টা থেকে তারা কারখানার ভেতরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়নি। দুপুর পর্যন্ত শ্রমিক প্রতিনিধি ও পুলিশের মধ্যে আলোচনা চলছিল।
শ্রমিকদের অভিযোগ, গত কয়েক মাস ধরে বকেয়া বেতন পরিশোধের জন্য একাধিকবার কর্তৃপক্ষকে অনুরোধ করলেও কোনো সুরাহা হয়নি। তারা বলেন, “তিন মাস ধরে বেতন পাই না, সংসার চালানো কষ্ট হয়ে গেছে। দোকানদাররা বাকি দিচ্ছে না, বাড়িওয়ালারা ভাড়া চাচ্ছে। আমরা কেমন চলবো?”
কারখানার প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, শ্রমিকদের বকেয়া বেতন আগামী ২২ অক্টোবরের মধ্যে পরিশোধ করা হবে। তবে শ্রমিকরা আজই বেতন দাবি করছে। অর্থনৈতিক ফান্ডে বর্তমানে প্রয়োজনীয় টাকা নেই।
শিল্প পুলিশের কাশিমপুর জোনের ওসি আকবর হোসেন বলেন, “সকাল থেকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে। আমরা কয়েকবার কথা বলার চেষ্টা করেছি, তারা আলোচনা করতে রাজি হয়নি। আবারও চেষ্টা চলছে।



Discussion about this post