
ফারুক আহম্মেদ: দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রেলি ও মহড়া হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে মহড়ায় অংশ নেন ফায়ার সর্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাদ্দাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সানাউল্লাহ, ফায়ার সর্ভিস এন্ড সিভিল ডিফেন্সর ষ্টেশন অফিসার হেমায়েল কবির, জনস্বাস্থ্য কর্মকর্তা নাজিম উদ্দিন সরকার প্রমুখ।



Discussion about this post