স্টাফ রিপোর্টার, গাজীপুর :- সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান প্রতিপাদ্যে গাজীপুরে বিশ্ব মান দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, গাজীপুর ও বিএসটিআই- গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের যৌথ আয়োজনে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাছেম বিল্যাহ সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষক ও আইসিটি সোহেল রানা।
স্বাগত বক্তব্য দেন বিএসটিআই-গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান এস এম তালাত মাহমুদ। এ আলোচনা সভায় বিভিন্ন সরকারী—বেসরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ,ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই বিএসটিআই কার্যক্রমের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএসটিআই-গাজীপুর অফিসের প্রধান– বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয়ের তাৎপর্য, বিএসটিআই‘র কার্যক্রম, গ্রহনযোগ্যতার বিষয় উল্লেখ করেন এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট অন্যান্যদের দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫