স্টাফ রিপোর্টার :- তারুণ্যের উৎসব-২০২৫ শীর্ষক ব্যাংকিং সেবা সংক্রান্ত ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে। টঙ্গী সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আজ বুধবার সকালে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল ফারজানা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন-টঙ্গী সরকরি কলেজের শিক্ষক প্রতিনিধি ও এনআরবিসি ব্যাংক টঙ্গী কলেজ রোড শাখার ম্যানেজার মো: রিয়াদ উদ্দিন। দুইদিনব্যাপী ব্যাংকিং সেবা কার্যক্রম চলবে। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংক টঙ্গী কলেজ রোড শাখার ম্যানেজার মো: রিয়াদ উদ্দিন বলেন, এনআরবিসি ব্যাংকিং সেবা সংক্রান্ত এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগকে গ্রাহকরা স্বাগত জানিয়েছেন এবং প্রশংসিত হয়েছে। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামন করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫