
নিজস্ব প্রতিবেদক:- গাজীপুর জেলা বি এন পির সদস্য সচিব ব্যারিস্টার ড.চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেছেন, দেশের মানুষ এখন জেগে উঠেছে। ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বি এন পি সহ যুবদলের নেতাকর্মীরা অবিরাম রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। বুধবার বিকালে বলিয়াদী জমিদার ভবনের সংলগ্ন মাঠে কালিয়াকৈর পৌর যুবদলের এক কর্মী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহাদাত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বি এন পির আহবায়ক মোঃ নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন,কালিয়াকৈর পৌর বি এন পির আহবায়ক মাহমুদ সরকার, সদস্য সচিব মহসিন উজ্জামান, প্রধান বক্তব্য হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আকরাম পলাশ ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ ভোটের মাধ্যমে প্রকৃত প্রতিনিধি নির্বাচন করবে। কিন্তু একটি রাজনৈতিক দল বট বাহিনীসহ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোটের মাঠকে জনগণের জন্য অনিরাপদ করে তুলছে। এই ষড়যন্ত্র কখনো সফল হবে না।’ তিনি আরও বলেন, ‘ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকবে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। বিএনপি যতটুকু প্রয়োজন, ততটুকু সংস্কার করে নির্বাচনে যেতে চায়।’ সভায় তিনি দেশে বিএনপির বিরুদ্ধে মিথ্যা গুজব ও অপপ্রচার বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। বিশেষ করে টিকটক, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে নিয়ে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে সাবধান থাকার পরামর্শ দেন।



Discussion about this post