
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, “যারা ঘুষ খায়, দুর্নীতি করে ও দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে, প্রকৃত প্রতিবন্ধী তারাই। যারা সততার সঙ্গে জীবনযাপন করেন, তারা কোনোভাবেই প্রতিবন্ধী নন।”
আন্তর্জাতিক সাদা ছড়ি দিবস উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদা ছড়ি ও খাবার বিতরণ করা হয়।
অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, “১৯৭৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশজুড়ে যে লুটপাট হয়েছে, তার মধ্যে ২০০৮ সালের মহালুটপাট সবকিছুকে ছাড়িয়ে গেছে। সেই সময়গুলোতে আমরা প্রতিবন্ধীদের উন্নয়নে কোনো প্রকল্প বা কার্যকর উদ্যোগ দেখিনি। বরং দেখেছি, প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ করা অর্থ ভাগ করে নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রহমান। সঞ্চালনা করেন দুলাল চৌহান ও মো. মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সাবেক সভাপতি আবুল মনসুর মণ্ডল, উপজেলা বিএনপির নেতা খায়রুল কবির মণ্ডল আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, হিডস বাংলাদেশের পরিচালক আনোয়ার হোসেন, সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, আফাজ উদ্দিন মোল্লা প্রমুখ।



Discussion about this post