প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
এইচ এস সি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজে ৪৬ জনের মধ্যে ৪৬ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ

মো. সাগর খান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :- টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে এইচ এস সি ও সমমানের পরীক্ষায় মোট ৪৬ জনের মধ্য থেকে সকলেই জিপিএ-৫ পেয়েছেন এবং ২২ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তথ্য মতে জানা যায়, প্রতিবারের মতো এবছর এইচ এস সি পরীক্ষায় মোট ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে ৪৬ জন জিপিএ-৫ পান। এতে শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগ থেকে ৪২ জন এবং মানবিক বিভাগ থেকে ০৪ জন এ ফলাফল অর্জন করেছেন বলে জানা গেছে।
এব্যাপারে মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস.এম ফয়সল জানান, প্রতি বছরের মতো এ বছর ২০২৫ সালের এইচএসসিতে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হয়েছে। আশা করছি পরবর্তী শিক্ষার্থীরাও আরো ভালো ফলাফল করে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে। অন্যদিকে ক্যাডেট কলেজের উপাধ্যক্ষ এ.টি.এম মোয়াজ্জেম হোসেন বলেন, আমাদের এ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভালো ফলাফল করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]