প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
ঝিনাইদহে বিভিন্ন দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

ঝিনাইদহ থেকে, জুবাইদা তাসমিম সেতু :- ঝিনাইদহ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা ১৫০০/- টাকা বরাদ্দ করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে কর্মবিরতি মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয়। বৃহস্পতিবার (১৬ ই অক্টোবর ২০২৫) সকালে জেলা পায়রা চত্বরে কর্মসূচিটি শুরু হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষক কর্মচারী সহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাহিদা আক্তার, অধ্যক্ষ, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে উক্ত কর্মসূচির সূচনা করা হয়। একে একে শিক্ষকরা তাদের দাবি তুলে ধরেন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, ঝিনাইদহ। তাছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য রাখেন। তাছাড়াও বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল। শিক্ষকরা সমাজ এবং দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ তাদের ন্যায্য দাবি উপেক্ষা করা দুঃখজনক। আমরা অবিলম্বে দাবি বাস্তবায়ন ও গ্রেফতারকৃত শিক্ষকদের নিঃশর্ত মুক্তি দাবী করছি। বক্তারা আরো বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। উক্ত কর্মসূচিতে, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। এ কর্মসূচি আয়োজন করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ, ঝিনাইদহ সদর,ঝিনাইদহ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]