প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৩:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ২:৩৩ অপরাহ্ণ
আশুলিয়া যানজট,মাদক ও সন্রাস নিরসনে সুশীল সমাজের আলোচনা সভা অনুষ্ঠিত

মানসুর আক্তার কাকলী স্টাফ রিপোর্টার:- আশুলিয়া (ঢাকা): যানজট, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে আশুলিয়ায় সুশীল সমাজের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে আশুলিয়ার কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসার হলরুমে এই সভার আয়োজন করা হয়।সভায় সাংবাদিক, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, অটোচালকসহ স্থানীয় সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং ৮ নং ওয়ার্ড সদস্য মান্নান হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুল হাসান, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী আব্দুল মালেক, এনসিপির কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওয়ার্ড সদস্য, যুবক, ছাত্র, ব্যবসায়ী ও আলেম সমাজের প্রতিনিধি।সভায় বক্তারা বলেন, যানজট শুধু চলাচল ব্যাহত করে না এর প্রভাব পড়ে স্কুলগামী শিশু, অসুস্থ রোগী, কর্মজীবী মানুষসহ সাধারণ জনগণের জীবনে। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। আশুলিয়া থানার ওসি আব্দুল হানান সভায় বলেন, “এই জিরানী অঞ্চলে যানজট, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আজ থেকেই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করবো।উক্ত আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]