
নিজস্ব প্রতিবেদক :- মঠবাড়ীর কুচিলাবাড়ীতে কালব রিসোর্টে যথাযোগ্য মর্যাদায় আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পালিত হলো ৭৭তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস। ‘পারস্পরিক সহযোগিতা সমৃদ্ধ বিশ্ব’-এ মূলসুরের আলোকে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) কর্তৃক আয়োজিত দিবসটিতে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কালবের চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ (সাবেক ৩) আসনের সাবেক সংসদ সদস্য জনাব এ.কে.এম. ফজলুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমবায় অফিসার জনাব আরিফা সুলতানা শিপা, ক্রেডিট ইউনিয়ন বিশেষজ্ঞ ড. ফাদার লিটন হিউবার্ট গমেজ সিএসসি ও কালীগঞ্জ উপজেলা সমবায় অফিসার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ, সেক্রেটারি মি. পেপিলন এইচ পিউরীফিকেশন, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও লোন কমিটির এবং আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। ৭৭তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসে বিভিন্ন সমবায় সমিতিকে কালবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।



Discussion about this post