
আল আমিন, নাটোর প্রতিনিধি :- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন নাটোরের বাগাতিপাড়ার কৃতি সন্তান ইব্রাহিম হোসেন রনি। ছাত্রশিবির সমর্থিত জোটের প্রার্থী রনির এই ঐতিহাসিক বিজয়ে নাটোরের বাগাতিপাড়ায় নেমেছে আনন্দের জোয়ার। উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে রনির পরিবারের বাড়িতে সকাল থেকেই চলছে উৎসবের আমেজ। স্থানীয়রা মিষ্টি বিতরণ করছেন এবং পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। স্থানীয়রা বলেন, এই বিজয় শুধু একজনের নয়, এটি পুরো এলাকার গর্ব। ইব্রাহিম ইসলাম রনি ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মোহাম্মদ এনামুল হক ও আমেনা বেগমের বড় ছেলে। চার ভাইবোনের মধ্যে তিনি প্রথম সন্তান। তিনি পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরাদপুর পাঁচুড়িয়া উচ্চ বিদ্যালয় ও রাজশাহী নিউ ডিগ্রী কলেজ থেকে শিক্ষা লাভ করেছেন। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়নরত রনি জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা এবং বিশ্ববিদ্যালয়ের বলিষ্ঠ নেতৃত্ব হিসেবে পরিচিত। চাকসু নির্বাচনে রনি ৮১৬৮ ভোট পেয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম সংগ্রাম বলেন, রনির বিজয় অভিনন্দনযোগ্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার প্রতি আস্থা রেখেছেন। নাটোর জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সংগ্রাম বলেন, রনির বিজয় নাটোর জেলার জন্য গর্বের। বাগাতিপাড়া থানা শিবিরের সভাপতি মিঠু সরকার জানিয়েছেন, শিবির সমর্থিত প্যানেল এই আস্থাকে সঠিকভাবে পূরণ করবে। স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করছেন। পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার শামসুল আরেফিন বলেন, বিজয়ের খবর পেয়ে আমরা আনন্দে লাফিয়ে উঠেছি এবং মিষ্টি বিতরণ করেছি। আমি বিশ্বাস করি, রনি একদিন সারাদেশের নেতৃত্ব দেবে। রনির মা আমেনা বেগম বলেন, আমার ছেলে ভিপি নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। বাবা মোহাম্মদ এনামুল হক বলেন, আমার ছেলে মহান আল্লাহর মনোনীত। আমি দোয়া করি সে সত্যিকারের সেবক হিসেবে কাজ করুক। বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামের আমীর এ.কে.এম. আফজাল হোসেন বলেন, রনি নির্বাচিত হয়ে আমাদের গর্বিত করেছে। আমরা আশা করি, আল্লাহ তাকে দায়িত্ব পালনের তাওফিক দেবেন এবং সে গ্রামের, জেলার ও বিশ্ববিদ্যালয়ের গৌরব বয়ে আনবে। ইব্রাহিম ইসলাম রনি সকলের কাছে শুভেচ্ছা ও দোয়া চেয়েছেন, যাতে ভবিষ্যতে তিনি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারেন।



Discussion about this post