
স্টাফ রিপোর্টার, গাজীপুর:
ব্যানবেইস জরিপ ২০২৫-এর তথ্য সংগ্রহের সময় গাজীপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৫ থেকে ১০ হাজার টাকা করে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কথিত কম্পিউটার অপারেটর ও জরিপ কর্মকর্তা সাগর মাহমুদের বিরুদ্ধে।
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সাপ্তাহিক ছুটির দিনে শিক্ষক প্রতিনিধি বেলায়েতকে সাথে নিয়ে সাগর মাহমুদ গাছা এলাকার একাধিক বিদ্যালয়ে জরিপ কার্যক্রম পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, এইচ এম মেমোরিয়াল স্কুল, জামালউদ্দিন মেমোরিয়াল স্কুল, এভারগ্রিন মডেল স্কুল, উদয়ন স্কুলসহ কয়েকটি বিদ্যালয় থেকে তারা অর্থ আদায় করেছেন।
ভুক্তভোগী বিদ্যালয়ের পরিচালকরা জানান, ব্যানবেইস জরিপ না হলে বই পাবো না এমন ভয় দেখালে আমরা বাধ্য হয়ে সাগর মাহমুদকে এবং তার সাথে আসা মনোনিত প্রতিনিধি বেলায়েতকে তাৎখণিক তাদের দাবিকৃত ঘুষের টাকা দিতে বাধ্য হয়েছি।
এইচ এম মেমোরিয়াল স্কুলের পরিচালক মো. শরিফ উদ্দিন বলেন, “জরিপে পক্ষে না থাকলে বই পাবো না—এ কথা বলে আমাকে ৫ হাজার টাকা দিতে বাধ্য করা হয়।”
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাগর মাহমুদ বলেন, “গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান স্যারের নির্দেশেই জরিপ করছি, ঘুষ নেয়ার অভিযোগ মিথ্যা।” তবে প্রতিনিধি বেলায়েত দাবি করেন, “আমি সাগরের সঙ্গে কোনো বিদ্যালয়ে যাইনি।”
অন্যদিকে গাছাস্থ ৩৩ নম্বর ওয়ার্ডের শিক্ষক প্রতিনিধি মো. নুরুল ইসলাম জানান, “শুক্রবার সাগর মাহমুদ বেলায়েত স্যারকে সঙ্গে নিয়ে ১৬ টি বিদ্যালয়ে জরিপ করেছেন।”
গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোছদ্দিকুর রহমান (হাজী মুছা) বলেন, “ঘুষের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবো।”
এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ না পাওয়া গেলেও, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গুলশান আরা পারভীন বলেন, “সাগর আমাদের অফিসের সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত কেউ নন। তাকে চুক্তিভিত্তিক কিছু আইটি কাজের জন্য নিয়োজিত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অফিস প্রধানের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।”
গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো. আল মামুন তালুকদার বলেন, “সাগর কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নন। সে কীভাবে জরিপ করছে এবং কে তাকে দায়িত্ব দিয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। যদি সে ঘুষ নিয়ে থাকে, তবে সেটি অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”



Discussion about this post