প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ণ
টঙ্গীতে ছিনতাই প্রতিরোধে নিরাপদ সড়ক আন্দোলনের মানববন্ধন

শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়ে যাওয়ায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। শুক্রবার বিকেলে টঙ্গী কলেজ গেট এলাকায় নিরাপদ সড়ক আন্দোলন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনটির নেতারা বলেন, টঙ্গীতে প্রতিদিন কোথাও না কোথাও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সাধারণ মানুষ রাস্তায় নিরাপদ নয়। তাই প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, ছিনতাইয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হোক। নিসআ'র টঙ্গী পশ্চিম থানার আহ্বায়ক ফাহাদ ইসলাম ফুয়াদ বলেন, বিআরটি ফ্লাইওভারে দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটছে, যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ছিনতাইকারীদের দৌরাত্ম্যও বেড়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশেষ করে রাতের বেলায় সড়কে পর্যাপ্ত পুলিশ টহল নিশ্চিত করা এবং ছিনতাই সংক্রান্ত মামলার প্রক্রিয়া সহজ করা এখন সময়ের দাবি। উল্লেখ্য, গাজীপুরের ১৯টি এলাকাকে ছিনতাই ও ডাকাতির জন্য ‘অত্যাধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব এলাকায় রাতবেলায় পথচারী, যাত্রী ও ব্যবসায়ীরা নিয়মিতভাবে ছিনতাইয়ের শিকার হচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]