প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ১:২২ অপরাহ্ণ
টঙ্গীতে বৈষম্য বিরোধী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কাজী কামরুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে আলোচিত বৈষম্য বিরোধী হত্যা মামলায় আওয়ামী লীগের অন্যতম আসামি কাজী কামরুলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার গভীর রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে গাজীপুর মহানগর ডিবি পুলিশ।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা কাজী কামরুল বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেতাকে হত্যার মামলায় অন্যতম আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, ২০২৩ সালের শেষ দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় বৈষম্য বিরোধী কর্মসূচি চলাকালে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হন। ওই ঘটনার পর নিহতের পরিবার কাজী কামরুলসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। গ্রেপ্তারের পর শনিবার সকালে কাজী কামরুলকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, কাজী কামরুল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত এবং টঙ্গী অঞ্চলে তিনি প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তার গ্রেপ্তারের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় তদন্ত আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]