প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ২:৩০ অপরাহ্ণ
জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে- দুলু

আল আমিন, নাটোর প্রতিনিধি :- আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, সকল বাধা পেরিয়ে সরকার ঘোষিত নির্ধারিত সময়েই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে নাটোরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপি ও নলডাঙ্গা উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দুলু আরোও বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই নির্বাচনকে হালকা করে দেখার কোনও সুযোগ নেই। তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে অনেক ঝামেলার সৃষ্টি হয়েছে। দুই-তিনটি রাজনৈতিক দল ছাড়া বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। জুলাই সনদ নিয়ে যে বিভেদ ও বিভাজন সৃষ্টি হয়েছে, তা দ্রুতই নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]