
ইস্টাফ রিপোর্টার গাজীপুরঃ গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ করে জয় নামের এক হিন্দু ছেলে। ধর্ষক জয়, তার মামা ও ধর্ষকের প্রধান সহযোগী সঞ্জিত কে গত বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর থানায় এরেস্ট করা হয় । সেই ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির ফাঁসির দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের সামনে মানববন্ধন আয়োজন করে গাজীপুর তওহিদী জনতা ও ছাত্র সমাজ।
প্রাধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন , আতাউর রহমান বিক্রমপুরী, তিনি বলেন, আশা মনির সাথে ঘটে যাওয়া এই ধর্ষণ কোন স্বাভাবিক ধর্ষণ নয়। এটি একটি পরিকল্পিত ধর্ষণ বলে মনে করি । ধর্ষক জয় ও তার মামা লোকনাথ ও জয়ের প্রধান সহযোগী সঞ্জিত সহ আর বাকি অনেকেই এই ঘটনার পিছনে হাত রয়েছে বলে সন্দেহ করেন তিনি।
এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীদেরন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আশা মনির এই দর্শন মামলায় কোন প্রকার কারচুপি বা হালকা করা না হয়। সেই বিষয়ে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করেন।
আশা মনির বাবা আমিনুল ইসলাম গণমাধ্যমে কে বক্তব্যে বলেন, হিন্দু হয়েও মুসলমান মেয়ের সাথে যেই জুলুম এবং অন্যায় করা হয়েছে তার বিচার চেয়ে আসামী জয়, তার মামা ও সঞ্জিত কে ফাঁসি দিয়ে দেশে একটি দৃষ্টান্ত তৈরি করতে হবে বলে জানান।



Discussion about this post