
নুরে আলমঃ গত ১৮ অক্টোবর ২০২৫ শনিবার বিকাল ৪টায় গাজীপুরের উত্তরবিলাসপুরের সকাল-সন্ধ্যা হোমিও হলে “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, গাজীপুর জেলা কমিটি”-এর এক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ডা. খোন্দকার শাহিদুল হক এবং সঞ্চালনায় ছিলেন সাহিত্য সম্পাদক দন্ত্যন লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সম্মানিত উপদেষ্টা এসএকে রেজাউল করিম।
অনুষ্ঠানে সহসভাপতি তাসলিমা সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাদিয়া সুলতানা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক জিতু, সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ আখতার হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ আমিনুল হক ও মোঃ জাফরসহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় হেমন্ত ঋতুর আগমন ও এর সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে আলোচনা হয়। সাহিত্য সম্পাদক দন্ত্যন লিটন বলেন, “কার্তিক ও অগ্রহায়ণ মিলে হেমন্তের যে সোনালি ঋতু, সেটি বাংলার প্রকৃতি, কৃষি ও সংস্কৃতির এক মধুর মেলবন্ধন।” তিনি নবান্ন উৎসব উপলক্ষে আগামী ১ অগ্রহায়ণে ফোরামের উদ্যোগে পিঠা উৎসব আয়োজনের প্রস্তাব রাখেন।
সহসভাপতি তাসলিমা সিদ্দিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাদিয়া সুলতানা হেমন্তের সৌন্দর্য ও অর্থনৈতিক গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ডা. সাদিয়া সুলতানা এসময় হেমন্ত বিষয়ক একটি কবিতা আবৃত্তি করে শ্রোতাদের মুগ্ধ করেন।
বক্তব্য পর্বে ওমর ফারুক জিতু বলেন, “লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে এবছর প্রথমবারের মতো কুষ্টিয়ায় রাষ্ট্রীয়ভাবে তিন দিনের লালনমেলা অনুষ্ঠিত হচ্ছে, যা গর্বের বিষয়।” তিনি সভায় ফোরাম সভাপতি ডা. খোন্দকার শাহিদুল হকের লেখা গান ‘চলো যাই কুষ্টিয়ায় – লালনের আখড়ায়’ পরিবেশন করেন।
প্রধান অতিথি এসএকে রেজাউল করিম বলেন, “হেমন্তের পাকা ধান আর শিশিরভেজা সকালই বাংলার গ্রামীণ জীবনের আসল রূপ। এই ঋতুর স্নিগ্ধতা মানুষকে শান্তি ও নতুন আশার বার্তা দেয়।”
সভাপতি ডা. খোন্দকার শাহিদুল হক সমাপনি বক্তব্যে বলেন, “লালন শাহ প্রেম, মানবতা ও আত্মচেতনার সাধক। তিনি আমাদের শিখিয়েছেন মানুষ হয়ে উঠাই হলো সাধনার মূল।” তিনি লালন তিরোধান দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা ও রাষ্ট্রীয়ভাবে মেলা আয়োজনের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভা শেষে সভাপতির ঘোষণায় ফোরামের পক্ষ থেকে আসন্ন নবান্ন ও পিঠা উৎসব আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।



Discussion about this post