
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদস্য পরিচয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টা চালানো হয়েছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ এলাকায়। আজ রোববার দুপুরে গ্রেপ্তার নারী রাবেয়া বেগমকে (৪৫) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার রাবেয়া বেগম কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের ছাদেক ভূঁইয়ার স্ত্রী। পুলিশ জানিয়েছে, তিনি সরাসরি অপহরণচেষ্টায় অংশ নেন।
ভুক্তভোগী সুমাইয়া আক্তারের (১৯) পরিবারের সদস্যরা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ছয়জন ব্যক্তি নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। তারা সুমাইয়াকে জিজ্ঞাসাবাদের কথা বলে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় পরিবারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অপহরণকারীরা পালানোর চেষ্টা করে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে এবং এক নারীকে আটক করে।
এ ঘটনায় রোববার সকালে ভুক্তভোগীর মা মাকসুদা আক্তার বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা (নং: ২৭) দায়ের করেন। মামলায় দুই নারীসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। মামলা দণ্ডবিধির ১৭০, ৩৬৫, ৫০৬ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, ‘ঘটনার পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে এবং এক নারীকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার নারীসহ একটি সংঘবদ্ধ চক্র সিআইডি পরিচয়ে প্রতারণা ও অপহরণের সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’



Discussion about this post