
আল আমিন, নাটোর প্রতিনিধি :- সেবা, সখ্যতা আর সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ১১তম নাটোর জেলা কোর্স ফর রোভার মেট শেষ হয়েছে। আজ রোববার বেলা একটায় জেলা স্কাউট ভবনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রোভারের কমিশনার ড. মো. আল আমিন ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা রোভারের সম্পাদক জাকিরুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের রাজশাহী অঞ্চলের উপ কমিশনার মো. কাহারুল ইসলাম জয়, জেলা স্কাউটস সম্পাদক এস এম গোলাম মহি উদ্দিন, কোর্সের টিম লিডার আব্দুল মোত্তালেব, জেলা রোভারের সহকারী কমিশনার ফারাজী আহম্মদ রফিক বাবন, প্রশিক্ষণার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার তানজিনা আক্তার ও ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের রোভার ইমতিয়াজ আহমেদ, স্বেচ্ছাসেবক জেবা খাতুন প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৬জন রোভারের অংশগ্রহণে গত ১৬ অক্টোবর চারদিন ব্যাপী ১১তম নাটোর জেলা কোর্স ফর রোভার মেট শুরু হয়।
প্রশিক্ষণে সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং স্কাউট আন্দোলনের মৌলিক বিষয়াদি ও সাংগঠনিক কাঠামো, ডেন ব্যবস্থাপনা, সেফ ফ্রম হার্ম, ম্যানারস এন্ড এটিকেট, নেতৃত্ব উন্নয়ন, ক্রু কাউন্সিল গঠন সেশন পরিচালিত হয়েছে।
রোভার সদস্যবৃন্দ নাটোরের রানী ভবানী রাজবাড়ি ও উত্তরা গণভবন পরিদর্শন করেন। আজ সনদপত্র বিতরণের মাধ্যমে রোভার মেট কোর্স শেষ হয়।



Discussion about this post