
ফারুক আহম্মেদ: এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতার দাবীতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে ও শিক্ষক-কর্মচারীদের যৌতিক দাবী মেনে নেয়ার দাবীতে পার্বতীপুর ঢাকা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এমপিও ভুক্ত শিক্ষকদের যৌতিক দাবী মেনে নেয়ার দাবীতে আজ রবিবার ১৯ অক্টোবর জ্ঞানাঙ্কুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে পার্বতীপুর উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীর ব্যানারে সকাল থেকেই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ জড়ো হতে থাকেন। শিক্ষক-কর্মচারীদের সমাবেশটি ঢাকা মোড় কোচ স্টান্ড থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দুপুর পৌনে ১টায় শেষ হয়। মাদ্রাসা শিক্ষক মো: রবিউল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন- বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) ২০২৪ এর ৫ আগষ্ট পরবর্তী উপজেলা সভাপতি ও সিঙ্গীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু সালেহ সরকার, তালিমুন্নেছা আলিম মাদ্রাসার অধ্যক্ষ খাদেমুল ইসলাম নুরী, হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুন্নবী, পার্বতীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, জাহানাবাদ দুরুল উলুম আলিম মাদ্রাসার প্রভাষক মো: নুর আলম, পার্বতীপুর টেকনিক্যাল এন্ড এগ্রিকালচারাল কলেজের প্রভাষক নয়ন সরকার প্রমুখ।



Discussion about this post