
স্টাফ রিপোর্টার, গাজীপুর :- ছাত্রদল নেতা জুবায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিন করে গাজীপুর মহানগর ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল। গত ১৯ অক্টোবর, জগন্নাথ বিশ্ববিদ্যালের ছাত্রদলের আহব্বায়ক কমিটির সদস্য জুবায়ের হোসেন কে নির্মমভাবে হত্যা করে দূর্বৃত্তরা। এই ঘটনায় সারাদেশে আতংক গড়ে উঠে। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদল সহ অঙ্গসংঘঠনের নেতাকর্মীরা সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছে। তাদের দ্বারা বাহিকতায় গাজীপুর মহানগর ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রদল বিক্ষোভ মিছিল করেন। ২০ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনায় গাজীপুর মহানগর ছাত্রদল কলেজ শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করে।
এসময় উপস্থিত ছিলেন ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সবুজ মন্ডল, সাধারণ সম্পাদক সুমন মির্জা, সিনিয়র সহ সভাপতি নাদিম মোল্লা, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম সিকদার, সাংগঠনিক সম্পাদক নয়ন, সহ ভাওয়াল মির্জাপুর কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের পর নেত কর্মীরা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যেনো কোন ভাবেই জুবায়েরের হত্যা মামলার আসামীকে ছাড় না দেয় এবং সঠিক তদন্ত করে আসামীদের দ্রুত শাস্তির আওতায় আনা হয় ।



Discussion about this post