
স্টাফ রিপোর্টার, গাজীপুর :- গাজীপুরের বিভিন্ন গ্রামের বাজারে আগাম শীতের সবজি উঠতে শুরু করেছে। প্রান্তিক কৃষকরা সবজি উৎপাদন করে, গ্রামের বিভিন্ন বাজারে ক্রেতাদের কাছে বিক্রি করছেন। গ্রামের বাজার গুলো থেকে বিভিন্ন প্রকার সবজি স্বল্প মূল্যে ক্রয় করে খুশি ক্রেতারা। গাজীপুরে চাহিদা মিটিয়ে বাজার গুলো থেকে পাইকাররাও এসে সবজি ক্রয় করে নিয়ে বিক্রি করেন দেশের বিভিন্ন জায়গায়। আজ সকালে বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রকারের আগাম শীতের সবজি উঠেছে বাজারে। এরমধ্যে রয়েছে লাউ বিভিন্ন প্রকার শাক বেগুন, পেঁপে, বরবটি, করলা, লাল শাক, পালং শাক, ফুলকপি বাঁধাকপি মুলা, সিম, টমেটোসহ বিভিন্ন প্রকার সবজি।



Discussion about this post