স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও প্রচার কর্মসূচি পালন করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। সোমবার (২০ অক্টোবর) বিকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় তারা সাধারণ মানুষ, দোকানদার, দিনমজুর ও রিকশাচালকদের মাঝে ৩১ দফার লিফলেট তুলে দেন। যারা পড়তে জানেন না, তাদের পড়িয়ে শোনান। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটও চান তারা।
শাহাদাত হোসেন শাহিন বলেন, তৃণমূলের মানুষ বিএনপির শক্তি। ৩১ দফা কর্মসূচিতে তা বিস্তারিত তুলে ধরা হয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এই ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে হবে। স্বেচ্ছাসেবক দল জনগণের পাশে থেকে কাজ করছে।
এ সময় নেতাকর্মীদের তিনি দলীয় কার্যক্রমে জনগণের অংশগ্রহণ ও সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাসন মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব নুরুজ্জামান, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহদী হাসান রানা, ফরহাদ পালোয়ান, মহানগর ছাত্রদলের নেতা এ জে রাজিব, বাসন মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদ খন্দকার, সাইফুল ইসলাম, শাহিন আলম, আসাদ, মাহমুদুল ও জাহাঙ্গীরসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫