
স্টাফ রিপোর্টার, গাজীপুর :- শ্রী শ্রী- শ্যামা কালীপূজাকে কেন্দ্র করে প্রতিটি মন্ডপে মন্ডপে নিরাপত্তা দেন বিএনপি’র নেতাকর্মীরা। ২১ অক্টোবর,(মঙ্গলবার) হিন্দুধর্মাবলী মানুষের অন্য তম একটি উৎসব শ্রী-শ্রী শ্যামা কালীপূজা। নজরদারি বাড়াতে গাজীপুর-২ আসনের প্রতিটি মন্ডপে মন্ডপে গিয়ে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হয়। কালীপূজাকে ঘিরে গান-নিত্য ও নানা আয়োজন করে হিন্দু ধর্মাবলি মানুষেরা । শৃঙ্খলা ও সুন্দর ভাবে যেন কালীপূজা উদযাপন করতে পারে সেই নিয়ে বক্তব্য রাখে নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ হান্নান মিয়া হান্নু, (সাবেক)১নং যুগ্ন আহবায়ক, গাজীপুর মহানগর বিএনপি। তিনি বলেন অসামাজিকতা এড়াতে সব সময় সতর্ক বিএনপি। একটি মহল যারা কিনা আশৃংখল পরিস্থিতি তৈরি করতে পারে, তারই জন্য কালী পূজাকে ঘিরে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি নেতার এই ব্যতিক্রমী উদ্যোগ।
গাজীপুর ২ আসনের প্রতিটি মন্ডপে মন্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলিদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এবং তারেক রহমান নির্দেশনা ৩১ দফাকে বাস্তবায়ন করার কথাও তুলে দরেন । গাজীপুর ২ আসন বিএনপি কর্তৃক মনোনায়ন প্রত্যাশী হান্নান মিয়া হান্নু আরো বলেন,তিনি নির্বাচনীত হলে এলাকার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, শিক্ষাব্যবস্থায় উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণ নিয়ে কাজ করবেন বলে বক্তব্যে বলেন। বক্তব্য শেষে কালীপূজার মন্ডপে থাকা সকল পেশাজীবী মানুষের সাথে সাক্ষাৎ করে এবং তাদের থেকে সমর্থন ও দোয়া চেয়ে মতামত পোষণ করে।



Discussion about this post