খায়রুল ইসলাম অভি, সাভার:- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন বিএনপি সাভার পৌরসভার মহিলা দলের সাবেক জয়েন্ট সেক্রেটারি তানিয়া ইয়াসমিন। বুধবার বিকেলে তিনি সাভারের চৌরঙ্গী মার্কেট থেকে শুরু করে বিভিন্ন মার্কেট, অলি-গলি ও রাস্তাঘাটে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ধানের শীষ প্রতীকে ভোট চান।
এ সময় তিনি বলেন, “খুব শীঘ্রই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক ধরনের অন্তর্বর্তী সরকার নির্বাচন তফসিল ঘোষণা করেছে, এবং আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি—ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইছি।”
তানিয়া ইয়াসমিন আরও বলেন, “তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। আমরা সেই ৩১ দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, বোঝাচ্ছি—আগামী দিনে তারেক রহমান ক্ষমতায় এলে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রকৃত পরিবর্তন ঘটবে।”
তিনি বলেন, “সাভারে যতগুলো নির্বাচন হয়েছে, সবগুলোতেই বিএনপি অংশগ্রহণ করেছে এবং ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। আমরা বিশ্বাস করি, এবারও দিনের ভোট দিনে হবে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ‘ধানের শীষ’ই হবে বিজয়ের প্রতীক।”
আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, “সারা বাংলাদেশে কি হবে জানি না, তবে সাভার ও আশুলিয়ায় ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে—এই প্রতিশ্রুতি দিচ্ছি সাভারবাসীর পক্ষ থেকে।”
তানিয়া ইয়াসমিন বলেন, এবারের নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। “আমরা চাই, সবাই যেন নিজের ভোট নিজেই দিতে পারে। তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন—এটাই আমাদের আহ্বান।” প্রচারণাকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মহিলা দলের নাজনীন আক্তার নাজু পারভীন আমান সহ-সাভার পৌরসভার মহিলা দলের নেতৃবৃন্দরা তারা জনগণের হাতে লিফলেট বিতরণ করে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।