
আল আমিন, নাটোর প্রতিনিধি :- র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। আজ বুধবার বেলা ১০টার দিকে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্য নিয়ে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র্যালি বের করে নাটোর সার্কেল । র্যালিটি কালেক্টরেট ভবন চত্তর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক আসমা শাহিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, নাটোর সড়ক পরিবহন নাটোর সার্কেল এর মোটরযান পরিদর্শক উত্তম দেব শর্মা, শহর যানবাহন পরিদর্শক রেজাউল করিম, বাস মালিক সমিতির সদস্য আব্দুর রশিদ, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আব্দুল মান্নাফ সহ বিভিন্ন পরিবহনের চালকগণ।



Discussion about this post