
স্টাফ রিপোর্টার, গাজীপুর :- গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় এক বাবা ও ছেলেকে মারধর করেছে স্থানীয় দুই নেশাগ্রস্ত যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, অনলাইন জুয়া ও মাদকাসক্ত খোকন ও জুয়েল নামে দুই যুবক প্রায়ই এলাকায় নেশা করে বেপরোয়া আচরণ করে। তারা টাকা দাবি করে খলিল নামে এক ব্যক্তির বাড়িতে যায়। টাকা না পেয়ে পরে একা পেয়ে চুরি দিয়ে অতর্কিতভাবে খলিলের ওপর হামলা চালায়। খলিলের ছেলে আরিফ বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় খলিল ও তার ছেলে আরিফকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, খলিলের মাথায় ৮টি সেলাই দিতে হয়েছে। তার নাক, কান, গলা ও হাতে জখমের চিহ্ন রয়েছে। আহত আরিফ জানান, খোকন ও জুয়েল অনেকদিন ধরেই এলাকায় মাদক ও অনলাইন জুয়ার আসর বসায়। আমরা প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রথমে টাকা চাইলে আমরা দিইনি, পরে তারা আমাকে ও বাবাকে একা পেয়ে চুরি দিয়ে আঘাত করে। এখনো আমাদের পরিবার ভয়-আতঙ্কে আছে।” অন্যদিকে, আহত খলিল বলেন, আমি শুধু চাই, এদের মতো নেশাগ্রস্ত ছেলেদের আইনের আওতায় আনা হোক। আমার বয়স হয়েছে, কিন্তু ওরা যে নিষ্ঠুরভাবে আমাকে আঘাত করেছে, তা আমি জীবনে ভুলতে পারব না।” এ ঘটনায় আহত আরিফ বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে চারজন অভিযুক্তের নাম পাওয়া গেছে। দ্রুত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”



Discussion about this post