
গাজীপুর প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি মোঃ শওকত হোসেন সরকারের নির্দেশনায় মহানগরের ২৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ও কাউলতিয়া সাংগঠনিক থানার যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হান্নান মাষ্টার, কাউলতিয়া সাংগঠনিক থানা ছাত্রদলের (সাবেক) প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ রনি চৌধুরী, (সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর ছাত্রদলের মোঃ মনির হোসেন খান, কাউলতিয়া সাংগঠনিক থানা ছাত্রদলের নেতা মোঃ আল-আমিন সহ এলাকার অন্যান্য নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা ২৩ নং ওয়ার্ডের বিভিন্ন দোকান, পাড়া-মহল্লা ও জনবহুল স্থানে গিয়ে সাধারণ জনগণের হাতে লিফলেট তুলে দেন। তারা দোকানপাট, পথচারী ও বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির মূল বক্তব্য ও উদ্দেশ্য তুলে ধরেন। নেতৃবৃন্দ বলেন, “রাষ্ট্রের বিদ্যমান কাঠামো দুর্নীতি, অবিচার ও দমননীতিতে জর্জরিত। জনগণের মুক্তি ও প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি’র ৩১ দফাই হলো একটি কার্যকর রোডম্যাপ।” লিফলেট বিতরণ কার্যক্রম শেষে উপস্থিত নেতাকর্মীরা একে অপরকে ধন্যবাদ জানান এবং আগাম দিনগুলোতে এই কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।



Discussion about this post