
গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের কাপাসিয়ায় বালু ফেলে ২ স্কুলের প্রধান ফটক বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার চাঁদপুর ইউনিয়নের নলগাঁও উচ্চ বিদ্যালয় ও নলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকে দেখা যায় এমনি চিত্র। বালু ফেলে ফটক বন্ধ করে দেওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের ২৭০ ও উচ্চ বিদ্যালয়ের ২৯৮ জন শিক্ষার্থী প্রবেশে ভোগান্তিতে পড়ছে।
স্কুল ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জানা গেছে, সপ্তাহখানেক ধরে কে বা কারা এবং কি কারণে ট্রাকভর্তি বালু স্কুলের মূল ফটকে ফেলে রেখেছে কেউ এর সদুত্তর দিতে পারেনি। তবে দু’টি স্কুল একই মাঠে হওয়ায় কয়েকশত ছাত্রছাত্রী গেইট দিয়ে নির্বিঘ্নে চলাচল প্রতিবন্ধকতায় পড়েছে। তাছাড়া ছাত্রছাত্রী ও অভিভাবকের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের দাবি দ্রুত বালু অপসারণ করে স্কুলে যাতায়াত নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এবং এমন জ্ঞানহীন কাণ্ডের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ বিষয়ে তারেক সহ একাধিক শিক্ষার্থী জানান, স্কুল গেটে বালুর স্তুপ সত্যি এটা দুঃখজনক তবে দ্রুত সময়ের মধ্যে বালু অপসারণ হোক এটাই প্রত্যাশা। এ ব্যাপারে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফা খাতুন বলেন, প্রধান ফটকে বালুর স্তুপটি দেখতে সত্যি খারাপ লাগছে তবে দুএকদিনের মধ্যে অপসারণ করবে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, এতে কয়েকদিন যাবত শিক্ষার্থীদের যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, তবে স্কুল প্রধান ফটকে কে বা কারা বালু ফেলেছিল প্রথমে জানতে পারিনি, পরে জানতে পারলাম স্থানীয় যুবকরা ওই বালু মাঠের জন্য এনেছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমএ আরিফ সরকার বলেন, এমনটি কোন ভাবেই কাম্য নয়। স্কুল কমিটিকে অবহিত করেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য।



Discussion about this post