প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ১:৩২ অপরাহ্ণ
নাটোরের বড়াইগ্রামে নারী গ্রাম পুলিশের বাড়িতে অনৈতিক কাজের অভিযোগে -আটক ৫

আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল পূর্বপাড়া গ্রামে নারী গ্রাম পুলিশ আম্বিয়ার বাড়িতে দেহ ব্যবসার অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। গতকাল বুধবার (২২ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রহমানের মেয়ে আম্বিয়া দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গতরাতে এলাকাবাসী সম্মিলিতভাবে অভিযান চালিয়ে আম্বিয়াসহ পাঁচজনকে আটক করে। আটককৃতরা হলেন— উপজেলার তিরাইল গ্রামের মোঃ হারুনুর রশিদের মেয়ে মোছাঃ মিতু খাতুন, সুনামগঞ্জ জেলার ছাতক থানার মোঃ এলেমান মিয়ার ছেলে মোঃ সজিব হাসান রনি ও মৃত আসমত আলী ছেলে মোঃ শাকিল আহমেদ, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মোঃ আক্তার হোসেনের মেয়ে মোছাঃ চাঁদনী আক্তার এবং দেহ ব্যবসার মূল হোতা গ্রাম পুলিশ আম্বিয়া। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, আম্বিয়া দীর্ঘদিন ধরে এ অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন, তাকে নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]