
হানিফ পাঠান, গাজীপুরঃ গাজীপুর ৬ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানার সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নির্দেশনায় দেশ নায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১দফা রাষ্ট্রকাঠামো মেরামতের বাস্তবায়নের লক্ষ্যে ৫৭ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় টঙ্গী বাজার ৫৭ নং ওয়ার্ডে মাহিন সরকারের উদ্যোগে টঙ্গী বাজার এলাকায় পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়।
কর্মসূচিতে বিএনপি, কৃষক দল,যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময়ওক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন শিশির, টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, টঙ্গি পূর্ব থানা যুবদলের অন্যতম নেতা গাজী মোশারফ,ডুবলি ,টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী জাকারিয়া রিছাল,মাহিন সরকার, সৌরভ সরকার,লাবিব সরকার, আবির সরকার ।
দিনব্যাপী এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ ও দোকানপাটের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সারা দেখা যায় ও ৫৭ নং ওয়ার্ড এর বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।



Discussion about this post