
শারমিন আক্তার :: গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ফিরিয়ে দেওয়া হয়েছে তার দলের প্রাথমিক সদস্য পদও। আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বে যাদের বহিষ্কার করা হয়েছিল, তাদের আবেদন পর্যালোচনা করে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।
তিনি বলেন, গণতন্ত্রের সংগ্রামে যারা অতীতে নিবেদিত ছিলেন, তাদের ফেরানো হয়েছে ঐক্যের স্বার্থে। বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল, এখানে সংশোধনের সুযোগ সবসময় খোলা। রাকিবুল উদ্দিন পাপ্পু দীর্ঘদিন গাজীপুরে দলের জন্য কাজ করেছেন, তার ফেরায় মহানগর বিএনপিতে নতুন উদ্দীপনা তৈরি হবে।
এ বিষয়ে পাপ্পু সরকার বলেন, একটি মহল আমার বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার কারণে দল আমাকে বহিষ্কার করিয়েছিল। তবে তদন্ত করে আমার বিরুদ্ধে আনিত কোনো অভিযোগের সত্যতা পায়নি দল। বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।



Discussion about this post