
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে আজ শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর আলেম-ওলামা, ছাত্র সমাজ ও তৌহিদি জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সম্প্রতি গাজীপুরের মৌচাক এলাকায় এক মুসলিম নারী ও শিশুকে ধর্ষণ এবং টিএনটি কলোনী মসজিদের খতিব মাওলানা মহিবুল্লাহ মিয়ার ওপর হামলার ঘটনার পেছনে উগ্রবাদী সংগঠন ‘ইসকন’-এর সদস্যরা জড়িত। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে সংগঠনটিকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি তোলেন তারা। জুমার নামাজ শেষে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি এলাকার জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে হেফাজতে ইসলামের গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ওলামা পরিষদের সভাপতি মাওলানা হাবিবুর রহমান নিয়াজি। এছাড়া বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলনের গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা হযরত উল্লাহ, ইসলামী ঐক্য জোটের সাধারণ সম্পাদক মাওলানা মোখলেসুর রহমান, খেলাফত মজলিসের সাবেক সভাপতি মাওলানা মোঃ হুসাইন, খেলাফত আন্দোলনের মাওলানা আলী হায়দার, মাওলানা আমিন হোসেন, হাফেজ কারী ইমরান উদ্দিনসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ইসকন বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এবং বিভিন্ন এলাকায় উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরি করছে। তারা দাবি করেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে ইসকন নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশেও সংগঠনটি নিষিদ্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ইসলামপ্রধান দেশ। এখানে যে কোনো ধর্মীয় গোষ্ঠীর নামে সহিংসতা বা মুসলমানদের ওপর হামলা সহ্য করা হবে না। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে সারাদেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা ইসকন নিষিদ্ধ করো, ইসকনের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, ধর্ষকদের ফাঁসি চাই ইত্যাদি শ্লোগান দেন।



Discussion about this post