
স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারে বিএনপি নেতাকর্মীদের বিশাল শক্তি প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় পশ্চিম ব্যাংক টাউনে ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলমের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাভারে বিএনপির শক্ত অবস্থান তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মো. আহসান উল্লাহ (সাংগঠনিক সম্পাদক, সাভার পৌর বিএনপি), এডভোকেট মেহেদী হাসান মাসুদ (আহবায়ক, সাভার পৌর স্বেচ্ছাসেবক দল),
দেলোয়ার হোসেন মাদবর (সিনিয়র যুগ্ম আহবায়ক, সাভার পৌর স্বেচ্ছাসেবক দল), রাশেদুজ্জামান বাচ্চু (৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী), মনিবুর রহমান চম্পক (১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী), ইয়ার রহমান উজ্জ্বল (২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী),
ইউনুস খান ও মোশাররফ হোসেন মোল্লা (৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী), এছাড়াও উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির হয়রত আলি,
সাভার পৌর বিএনপির মো. খান মজলিস বাবু,
যুবদল নেতা মোহাম্মদ আলী পাঠান, সাবেক ছাত্রনেতা মো. মোবাদুল ইসলাম সেন্টু, তাজ খান নাঈম (সাবেক ছাত্রদল নেতা, সাভার সরকারি কলেজ), আতিক রাজু (সাভার সরকারি কলেজ ছাত্রদল) প্রমুখ।
জনসভা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. সেলিম মিয়া ও কবির হোসেন (সাভার পৌর যুবদল)।
প্রধান অতিথির বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন, “সাভারের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে হলে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর কোনো বিকল্প নেই। তাঁর বিজয় নিশ্চিত হলেই সাভারকে একটি আধুনিক ও স্মার্ট শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “আমি মেয়র নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, যানজট নিরসনসহ নাগরিক সুবিধা উন্নয়নে সাভারকে আধুনিক শহরে রূপান্তরিত করব।”
সভায় বক্তারা বলেন, সাভারের জনগণ বিএনপির উন্নয়ন ও জনগণের কল্যাণে বিশ্বাস রাখে। মাঠে বিএনপির এই গণজোয়ারই প্রমাণ করে, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা শক্তিশালী অবস্থানে রয়েছে।
দিনভর মিছিল, স্লোগান ও জনতার ঢলে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। জনসভায় অংশগ্রহণকারীদের উপস্থিতি প্রমাণ করেছে—সাভারে বিএনপি এখন নির্বাচনী মাঠে ‘শক্তিশালী ও সংগঠিত’।



Discussion about this post