
স্টাফ রিপোর্টার গাজীপুরঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা মানুষ সাদরে গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন গাজীপুর-২ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব হান্নান মিয়া হান্নু।
শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের ২৬ নং ওয়ার্ডের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা উন্নয়ন এবং জাতীয় নির্বাচনে ভোটারদের ভাবনা নিয়ে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
হান্নান মিয়া বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমি দিনরাত মানুষের পাশে আছি। শহরের প্রতিটি দোকান, রাস্তা, শ্রমজীবী মানুষের ঘরে ঘরে গিয়ে কথা বলেছি। এই উঠান বৈঠক আজ জনসমাবেশে পরিণত হয়েছে মানুষের ভালোবাসায়।” এ সময় গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



Discussion about this post