
হানিফপাঠান, গাজীপুর :- গাজীপুর-৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা মুহূর্তেই রূপ নেয় জনসভায়। টঙ্গীর বড় দেওড়া এলাকার হাজী পিয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সভায় বিপুল জন সমাগমে মাঠ উপচে পড়ে। গাজীপুর-৬ আসনের টঙ্গী ৫৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে প্রভাষক বশির উদ্দিন বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি আশা করি আপনারা সবাই আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।” তিনি আরও বলেন, “দল সাংগঠনিক ভাবে যাচাই-বাছাই করে যাকে মনোনয়ন দেবে, সেই প্রার্থীর পক্ষেই আমাদের একযোগে কাজ করতে হবে এবং ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।” প্রভাষক বশির উদ্দিনের প্রতি তৃণমূলের নেতা কর্মীদের বিপুল সমর্থন ও উপস্থিতি প্রমাণ করে, গাজীপুর-৬ আসনে বিএনপি ও অঙ্গ সংগঠন গুলো ঐক্যবদ্ধ এবং ধানের শীষের বিজয়ের জন্য প্রস্তুত। এমপি পদপ্রার্থী প্রভাষক বশির উদ্দিনের এই উদ্যোগ নির্বাচনী এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।৫৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদেক হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির প্রভাব শালী নেতা মোঃ শামসুল হক, টঙ্গী পৌরসভার সাবেক কর্মকর্তা,হাজী পিয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাঃ খাদিজা আক্তার বিনা, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন ভাসানী, গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ শামীম বেপারী, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুস সাওার,টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল রহমান প্রত্যয় বেপারী, মোঃ মাহাবুব মিয়াজি, মোঃ শামীম মিয়া, সেলিম বেপারী প্রমুখ।



Discussion about this post